XtGem Forum catalog
Blog
আবদুল হাই চৌধুরী
আবদুল হাই চৌধুরীর জন্ম ভোলা জেলার দৌলতখান উপজেলায়। তার পিতার নাম মৌলভী মোহাম্মদ ইসলাম চৌধুরী। ১৯৪৩ সালে আবদুল হাই চৌধুরী বৃটিশ ভারতীয় গভর্ণরের সিভিল পাইওনিয়ার ফোর্সে কমিশন লাভ করেন এবং দ্বিতীয় মহাযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৬৪ সালে কোপেনহেগেনে জাতীয় পরিষদ সংঘের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। ১৯৬৫ সালে তিনি পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান।




U-ON
Bhola, Bangladesh
Home |
Back |
Top ^

Www.Bhola.Waphall.Com