Polly po-cket
Blog
মেজর জেনারেল অবঃ মাসুদুর রহমান (বীর প্রতীক)
Www.bhola.waphall.com mejor maksudur

মাসুদুর রহমান ১৯৫০ সালে ভোলা সদরের পৌর এলাকার উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। ১৯৭১ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। তিনি ১৯৭১ সালের ৩০ মার্চ কালুরঘাটের যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। পরে তিনি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন।বুড়িঘাট ও মহালছড়ির যুদ্ধে অংশ নেওয়ার পর তিনি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে ভারতে চলে যান। এরপর তিনি বাংলাদেশ ওয়্যার কোর্সে প্রশিক্ষন নিয়ে ৬নং সেক্টরের অধীন ভজনপুর সাবসেক্টরের একটি দলকে নেতৃত্ব দেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং মেজর জেনারেল পদে থাকাকালীন সময়ে অবসর গ্রহণ করেন।
পঞ্চগড়ের অমরখানা ছিল পাকবাহিনীর একটি শক্তিশালী ঘাঁটি। এর উত্তরে ছিল ভারতের জলপাইগুড়ির চাউলহাটি ও ভাটপাড়া আর পূর্বে ছিল তালমা নদী। মাসুদুর রহমান একদল মুক্তিযোদ্ধা নিয়ে রাতের অন্ধকারে অমরখানা ঘাঁটির একটু দূরে অবস্থান নেন। সেখানে তাদের সঙ্গে মিত্রবাহিনীর ৭ জন মারাঠা সেনাও ছিল। তারা একসঙ্গে রাত ২ টার দিকে অমরখানা ঘাঁটিতে, আক্রমন চালায়। পুরো এলাকা গোলাগুলির শব্দে তৈরি হয় ভয়ংকর এক রণক্ষেত্রে। যুদ্ধে মাসুদুর রহমান সাহস ও দক্ষতার সহিত গুলি চালিয়ে, এগিয়ে যেতে থাকেন পাকিস্তান ঘাঁটির দিকে। প্রায় দু'ঘন্টা ব্যাপি চলা তুমুল যুদ্ধের পর পাক সেনাদের প্রতিরক্ষা দূর্গে ফাটল ধরে।
এরপরেও তিনি বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর মধ্যে জগদল হাট, ময়দানদীঘি, বক্সিগঞ্জ ও বোদার যুদ্ধ ছিল অন্যতম।




U-ON
Bhola, Bangladesh
Home |
Back |
Top ^

Www.Bhola.Waphall.Com