80s toys - Atari. I still have
Blog
মেজর অবঃ এম হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
Hafij
হাফিজ উদ্দিন আহমেদ ১৯৪৪ সালে ২৯ শে অক্টোবর ভোলা জেলার লালমোহন উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এমে পাস করেন। ১৯৬৮ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর কমিশন লাভ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। ১৯৭১ সালের ৩০ মার্চ তিনি যশোর ক্যান্টনমেন্টে ক্যাপ্টেন পদে যোগদান করেন এবং বিদ্রোহ করেন পাকিস্তান সামরিক জান্তার বিরুদ্ধে।
অফিস এরিয়াতে ৮ ঘন্টা ব্যাপি এক যুদ্ধে সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ারসহ কয়েকজন বাঙালি সৈনিক শহীদ হন। সূর্য ডোবার সাথে সাথে মেজর হাফিজ ক্যান্টনমেন্ট এরিয়া থেকে প্রায় দু'শ জন বাঙালি সৈন্যকে নিয়ে, বাইরে বেরিয়ে আসেন।পরবর্তীতে যশোর ও কুষ্টিয়া অঞ্চল থেকে আর আট শতাধিক যুবক ও ছাত্র তিনি তাঁর দলভুক্ত করেন। তাঁর নেতৃত্বাধীন ইস্ট বেঙ্গলটি "জেড ফোর্স" নমে পরিচিত ছিল। ১৯৭১ সালের ৩১ সে জুলাই কালামপুর যুদ্ধে তিনি গুরুত্বর আহত হন। মূলত এ যুদ্ধের মাধ্যমে তিনি পরবর্তীতে বীর বিক্রম খেতাব লাভ করেন। ১৯৭৬ সালে তিনি সেনাবাহিনী থেকে. অবসর গ্রহণ করেন এবং ১৯৮৬ সালে থেকে রাজনীতিতে যুক্ত হন।
ভোলা-৩ আসন থেকে তিনি ছয় বার (২০০১ পর্যন্ত) এম. পি. নির্বাচিত হন। বিভিন্ন সময়ে তিনি পানি সম্পদ, বানিজ্য ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একজন কৃতী ফুটবলার হিসেবে পাকিস্তানের জাতীয় ফুটবল দলের হয়ে ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিভিন্ন আসরে খেলেন।




U-ON
Bhola, Bangladesh
Home |
Back |
Top ^

Www.Bhola.Waphall.Com