Blog
মরহুম জননেতা নাজিউর রহমান মঞ্জু।
Najiur-rahman

১৯৪৮ সালের ১৫ ই মার্চ নজিউর রহমান মঞ্জু ভোলা জেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের মিয়া বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বজলুর রহমান মিয়া।

নাজিউর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে. অংশগ্রহণ করেন, ১৯৮৬ সালে তিনি ভোলা-১ (ভোলা সদর) আসন থেকে এরশাদের জাতীয় পার্টির হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে এমপি পদে নির্বাচিত হন। এছাড়া তিনি এরশাদের জাতীয় পার্টির মহাসচিবও ছিলেন।

তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পল্লী উন্নয়ন ও সমবায় ( এল. জি. আর. ডি.) মন্ত্রণালয়ের সাবেক দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী ছিলেন।

ভোলা জেলার রূপকার হিসেবে খ্যাত প্রভাবশালী এ রাজনীতিবিদ ২০০৮ সালের ৬ ই এপ্রিল ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন।





U-ON
Bhola, Bangladesh
Home |
Back |
Top ^

Www.Bhola.Waphall.Com


Disneyland 1972 Love the old s