The Soda Pop
Blog
জনপ্রিয় মডেল অভিনেতা সাঈদ বাবু।
51d58e9f82fee-sayed-babu

জনপ্রিয় মডেল অভিনেতা সাঈদ বাবুর জন্ম ভোলা জেলার কালিনাথ রায়ের বাজারের মোল্লা বাড়ীতে। তার শৈশব কাটে ভোলা শহরের নির্মল প্রাকৃতিক পরিবেশে। ১৯৯৯ সাল পর্যন্ত তাঁর জীবন কাটে ভোলায় খেলাধুলা, মঞ্চ নাটক, থিয়েটার, লেখাপড়া আর বন্ধুদের সঙ্গে আড্ডাবাজিতে। ২০০০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করতে ঢাকায় ভর্তি হন। এরপর ২০০৫ সালে তিনি যুক্ত হন সুবচন নাট্য সংসদের সাথে। সেই থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা শুরু। পরবর্তীতে ২০০৫ সালের ১৯ নভেম্বর আফজাল হোসেনের নির্দেশনায় বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ শুরু করেন। এরপর থেকেই অভিনয় শিল্পে পথ চলা শুরু।




U-ON
Bhola, Bangladesh
Home |
Back |
Top ^

Www.Bhola.Waphall.Com