Lamborghini Huracán LP 610-4 t
Blog
ডাঃ আজহার উদ্দিন আহম্মদ
1545061 290299491117993 377473207 n

ডাঃ আজাহার উদ্দিন আহম্মদ ১৯১৩ সালের ১৩ অক্টোবর ভোলা জেলার দৌলতখান উপজেলার উত্তর নেয়ামতপুরের চর কাকড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজাহার উদ্দিন ছোটকালেই পিতামাতার সাথে লালমোহন চলে যান। লালমোহন মাইনর স্কুল থেকে ১৯২৪ সালে প্রাথমিক বৃত্তি ও ১৯২৭ সালে জুনিয়র বৃত্তি লাভ করেন। এরপর ১৯৩৩ সালে তিনি ভোলা সরকারি স্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক ও ১৯৩৬ সালে বরিশালের বিএম কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন। ১৯৪০ সালে এলএমএফ ( লাইসেনশিয়েট অব মেডিকেল ফ্যাকাল্টি) পাশ করে কলকাতা ক্যাম্বেল হাসপাতালে ডাক্তার হিসেবে তার প্রথম কর্মজীবন শুরু করেন। এরপর ঢাকা মিটফোর্ড, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও কক্সবাজার জেনারেল হাসপাতালে চাকুরী করেন।

চাকুরী থেকে অবসর গ্রহণের পর সামাজিক ও রাজনৈতিক কাজে সম্পৃক্ত হন। এরপর ১৯৬৩ ও ১৯৬৫ সালে তিনি লালমোহন-চরফ্যাসন থেকে প্রাদেশিক আইন পরিষদের সদস্য (এমএলএ) নির্বাচিত হন। সেসময় ডেপুটি লীডার হিসেবেও দারিত্ব পালন করেন তিনি। এরপর ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের পক্ষে একই আসন থেকে জাতীয় পরিষদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ডাঃ আজাহার তার জোরালো কন্ঠে পার্লামেন্ট কাঁপাতে অগ্রণী ভূমিকা রাখেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনেও তার ভূমিকা ছিল অনন্য। শেষ বয়সে তিনি বরিশাল ডায়াবেটিক এসোসিয়েশন, ভোলা জনকল্যাণ সমিতি ও বরিশালের অন্যান্য জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হন। ২০১১ সালের ১০ জানুয়ারি তিনি বার্ধক্যজনিত কারনে বরিশালের শেবাচিম হাসপাতালে মারা যান।





U-ON
Bhola, Bangladesh
Home |
Back |
Top ^

Www.Bhola.Waphall.Com